১১ বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলের ১০ রানের মাথায় প্যাট কামিন্সের বলে পিটার হ্যান্ডসকমকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার ব্যক্তিগত ৮ রান করে। এরপর কোনও রান না করেই ফিরেছেন ইমরুল কায়েস এবং সাব্বির রহমান। দুজনেই রানের খাতা খোলার আগে প্যাট কামিন্সের বলেই ম্যাথু ওয়েডের তালুবন্দি হয়ে যখন সাজ ঘরে ফেরেন, তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০ রান।
লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান। ওপেনার তামিম ইকবাল ৩৩ এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৪৮ রান নিয়ে ক্রিজে আছেন। দুজনেই আজ নিজেদের ৫০ তম টেস্ট খেলতে নেমেছেন।
২৭ আগস্ট রোববার সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউড।
আজকের বাজার: এমএম/ ২৭ আগস্ট ২০১৭