শুরু হচ্ছে ‘বেসামাল’

আগামী ২রা মে পরিচালক রাহুল রওশন নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবির নাম ‘বেসামাল’। এ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন বাপ্পি চৌধুরী এবং নিঝুম রুবিনা।

এ প্রসঙ্গে নির্মাতা রাহুল রওশন বলেন, ছবির জন্য বাপ্পিকে অনেক আগেই চুক্তিবদ্ধ করা হয়েছে। আর প্রথমবার নিঝুম এবং বাপ্পি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ছবির কাহিনীটাও মৌলিক। এর কাহিনী লিখেছেন কমল সরকার। ২রা মে রাজধানীর তিনশ’ ফুটে এ ছবির প্রথম লটের কাজ শুরু হবে। জয়া মিডিয়া প্রোডাকশন হাউজের ব্যানারে এ ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন জাহিদ ইসলাম।

জানা গেছে,  শিগগিরই মহরতের মাধ্যমে বাকি অভিনয়শিল্পীদের নাম জানিয়ে দেওয়া হবে।

এস/