আগামী বছরের জুনে রাশিয়ায় বসছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তার আগে থেকেই শুরু হচ্ছে টিকিট বিক্রি। গত ১৩ সেপ্টেম্বর বুধবার টিকিটের মূল্যমান এবং বিক্রির দিন ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
রাশিয়া বিশ্বকাপে ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম হবে বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার টাকা। তবে সবচেয়ে কম মূল্যের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৮৪৯৮ টাকা।
এদিকে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে অনলাইনে ছাড়া হচ্ছে বিশ্বকাপের টিকিট। ওয়েবসাইটের মাধ্যমে দুই ধাপে টিকিট বিক্রি হবে। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে বিক্রি হবে টিকিট।
টিকিট বিক্রি প্রসঙ্গে ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, ‘সবার কথা মাথায় রেখে আমরা টিকিট বিক্রির সিস্টেমটা এমন করেছি। যাতে দর্শকরা এই সুবিধা অর্জন করতে পারে। কারণ দর্শকরাই বিশ্বকাপের প্রাণ।’
আজকের বাজার : এমএম / ১৪ সেপ্টেম্বর ২০১৭