উপকূলীয় এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় বনায়নের উদ্দেশে হেলিকপ্টারে বীজ ছিটানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী স্বাধীনতার সূচনালগ্ন হতেই সর্বদা দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি যেকোনো দেশ সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী বনায়ন কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় অঞ্চলে রোববার উপকূলীয় এলাকায় বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করে। সোমবার করা হবে পার্বত্য এলাকায়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় এই বনায়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গত ৩ সেপ্টেম্বর পটুয়াখালী হতে প্রয়োজনীয় বীজ সংগ্রহ করে বিমান সদরে যথাযথ প্রক্রিয়া করে সিডবল তৈরি করা হয়। প্রক্রিয়াজাত করা এসব সিডবল বিমান বাহিনীর ২টি এমআই সিরিজ হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে রোববার নোয়াখালীর ডমার চর এলাকার উপকূলীয় অঞ্চলে ছিটানো হয়। বনায়নের জন্য নির্বাচিত স্থানসমূহ দুর্গম ও সড়কপথে যাতায়াতের অনুপযোগী হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে এসব এলাকায় বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিমান বাহিনী পরিচালিত এই বনায়ন কর্মসূচি গ্রীন হাউজের প্রভাবে সমূদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, বন উজাড় এসব থেকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান