কর্মজীবী মানুষদের ব্যস্ততাময় সময়ের ফাঁকে ক্লান্তি দূর করে একটু স্বস্তির সন্ধান করে দেওয়ার লক্ষ্যে বুধবার থেকে রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে শুরু হয়েছে ‘নারিশ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-১৮’। মোট ১৩টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির এবারের আসর।
চার গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতার শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ১৩টি দল। বুধবার প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি জাবেদুর রহমান দুরান, ইন্দিরা রোড ক্রীড়া একাডেমির সহ-সভাপতি আকরাম হোসেন সবুজ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ মোর্শেদ পাইকার।
প্রতিযোগিতার এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সি এক্সিকিউটিভ লিমিটেড ও পলুলার ওয়ান্ডার্স। যেখানে বোলারদের আধিপত্যের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৪ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নেয় পপুলার ওয়ান্ডার্স।
সংক্ষিপ্ত স্কোরঃ
সি এক্সিকিউটিভ লিমিটেডঃ ১৩৬/৮ (১৫.৫) রিয়াজ ৬০ (২৮), সানজিদ ১৪ (১৪), লুতফর ১২ (১২), জিতু ৪/২৭ (৪), অমি ২/৩২ (৪)
পলুলার ওয়ান্ডার্সঃ ১৩৮/৩ (১১.৫) বিদ্যুৎ ৫৫ (২৮), অমি ৩১ (১৪), আদনান ২৪ (২২), ফাইজুল ২/৪০ (৩), সানজিদ ১/৫৭ (৩.৫)
ফলাফলঃ পপুলার ওয়ান্ডার্স ৫ উইকেটে জয়ী।
আজকের বাজার: সালি / ২৮ ডিসেম্বর ২০১৭