রনি রেজা: ১৯৯৬ ও ২০১০ সালের ধসের পর যথাযথ উদ্যোগের কারনে আমাদের পুঁজিবাজার এখন বেশ স্ট্রং অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
২ অক্টোবর সোমবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ- ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের ধসের পর আমাদের পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। ২০১০ এর ধসের পর আমরা দেখলাম আমাদের স্টক এক্সচেঞ্জের আইন ও নীতিমালায় বেশ দুর্বলতা রয়েছে। তাই উদ্যোগ নিয়ে মাত্র ৩/৪ বছরের মধ্যে প্রয়োজনীয় সকল আইন ও নীতিমালা সংযুক্ত করা হয়। তারপর থেকে আমাদের পুঁজিবাজার বেশ স্ট্রং অবস্থানে রয়েছে। এ কারনে এখন অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগে অাগ্রহী হচ্ছেন। এ আগ্রহ বাড়াতে সাকিব আল হাসান যুক্ত হয়ে আরও ভুমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
তিনি নিজের বিনিয়োগের বিষয় তুলে ধরে বলেন, আমি ১৯৬৪ সালে প্রথম বিনিয়োগ করি। পরবর্তীতে দেশ ভাগ হওয়ার সময় আমার ৩৩ হাজার টাকার পুরো বিনিয়োগ নষ্ট হয়ে যায়। এরপর ভয়ে অনেকটা সরে আসি। এরপর অবার বিনিয়োগ করলেও লাভের মুখ দেখতে পারিনি ফলে ২০০২ সালের পর থেকে বিনিয়োগ থেকে পুরো সরে আসি।
অর্থমন্ত্রী সাকিবের প্রশংসা করে বলেন, আজকের অনুষ্ঠানে সাকিব আল হাসানের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে। সাকিব খুব মূল্যবান কথা বলেছন। বুঝে-শুনে বিনিয়োগ করুন। সাকিব এই বিনেয়োগের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রচেষ্টাকে আরও সহজ করে দিল। আপনারা চিন্তাভাবনা করে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন।
পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহবান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, আমি যখন কাউন্টিতে খেলতে যেতাম তখন দেখতাম বিদেশি খেলোয়াররা পড়াশোনা করছে। আমি তাদের জিজ্ঞাসা করতাম এত কী পড়ছো। তারা বলতো আমরা পুঁজিবাজার সম্পর্কে পড়ছি। তাই আমি বলবো- যারা পুঁজিরাজারে বিনিয়োগ করবেন তারা জেনে-বুঝে বিনিয়োগ করবেন।
অনুষ্ঠানে সাকিব আল হাসানকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করে দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান বলেন, ওয়ার্ল্ড সিকিউরিটিজ কমিশনের তালিকায় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশণ এ ক্যাটাগরিতে উত্তীর্ণ।
তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নিতে যে কয়েকটি আর্থিক খাত অবদান রাখেন তার মধ্যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ অন্যতম। বাংলাদেশে ৪ টি রেগুলিটি অথরিটি রয়েছে। এরমধ্যে পুঁজিবাজারের অবস্থান দ্বিতীয়। এটিকে সমৃদ্ধ করতে বিনিয়োগ সম্পর্কে প্রতিষ্ঠানিক শিক্ষার আয়োজন করা জরুরী। এছাড়া স্কুলের পাঠ্য বইয়েও বিনিয়োগ শিক্ষা অধ্যায় সংযুক্ত করার প্রস্তাব করেন তিনি।
সবাইকে জেনে বুঝে বিনিয়োগ করবার আহবানও জানান ইউনুসুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, বিএসইসি’র চেয়ারম্যান এম খায়রুল হোসেন জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা বলয় সম্প্রসারণ বলয় তৈরী করতে বিশ্বের ১৮টি দেশে পালিত হচ্ছে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ। এর অংশ হিসেবে বাংলাদেশেও আয়োজন করা হয়েছে বিনিয়োগকারী সপ্তাহ।
তিনি বলেন, ১৮টি দেশের মধ্যে বাংলাদেশই সবার আগে এ আয়োজনে করতে সক্ষম হয়েছে।
বিএসইসি’র চেয়ারম্যান বলেন, বিনিয়োগে সচেতনতা আনতে আজকের এ আয়োজন। অনেক বিনিয়োগকারী মনে করেন, পুজিবাজারে বিনিয়োগ করলেই লাভ হয়। এখানে ঝুকি নেই। এ সকল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। একজন বিনিয়োগকারীকে লাভের মুখ দেখাতে পারে, তার জ্ঞান। আর এ জ্ঞান অর্জনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চলছে। এ থেকে জ্ঞান অর্জন করে, পুজিবাজারে বিনিয়োগ করলে ঝুকি কম থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে ভাষণ ২০২১ এবং ভিশন ২০৪১ ঘোষণা করেছেন তা পূরণ করতে হলে পুজিবাজারের সহযোগীতা লাগবে। পুজিবাজার থেকেই তা পূরণ করা সম্ভব। শুধু ব্যাংকের ওপর নির্ভর করে এগিয়ে যা্ওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করতে পুজিবাজার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের মূল শক্তি বিনিয়োগকারীরা। তাদের সুরক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞঞ্জ কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এই আয়্জেন। এছাড়া তাদের জন্য সপ্তাহে ৫দিন বিনামূল্যে বিনিয়োগ শিক্ষার আয়োজন করা হয়েছে।
সবশেষে পুঁজিবাজার সুরক্ষায় সকল বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞঞ্জ কমিশন, বিএসইসি’র ড. এম খায়রুল হোসেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোভা যাত্রা জাতীয় প্রেসক্লাব ঘুরে শিল্পকলা একাডেমেতি এসে শেষ হয়। এতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের ব্যান্ড অ্যাম্বাসেডর, ক্রিকেটের বিশ্ব অল রাউন্ডার সাকিব আল হাসানসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা অংশ নেন।
আজকের বাজার:আরআর/এলকে/ ২ অক্টোবর ২০১৭