শুরু হল ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭’

রাজধানীতে শুরু হয়েছে তিনদিনের ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭’। বৃহস্পতিবার সকাল দশটায় সেগুনবাগিচায়  বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এ মেলা শুরু হয়। সকাল থেকেই  মেলায় আসা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলায় প্রবেশের জন্য কোন টিকিট লাগবেনা বলে জানিয়েছে মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ।

পুঁজিবাজার বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই আয়োজন করা হয়েছে এই মেলার। ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভূক্ত কোম্পানিসহ প্রায় ৪০ টি স্টল তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন শুরু করেছে।

মেলা  উপলক্ষ্যে তিন দিনই থাকবে নানা বিষয়ে সেমিনার। বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর বিকালে থাকবে বিদ্যুৎ খাত নিয়ে বিশেষ আলোচনা। এতে তালিকাভুক্ত চার বিদ্যুৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অংশ নেবেন। শুক্রবার,৮ ডিসেম্বর  সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে বিনিয়োগের কলাকৌশল বিষয়ক আলোচনা। এতে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা আলোচনায় অংশ নেবেন। শনিবার,৯ডিসেম্বর মেলার শেষ দিন।

আজকের বাজার:এসএস/৭ ডিসেম্বর ২০১৭