শূন্য অভিবাসন ব্যয়ে সৌদিতে মহিলা কর্মী পাঠানো হয়

সৌদি আরবে শূন্য অভিবাসন ব্যয়ে মহিলা কর্মী পাঠানোর পাশাপাশি পুরুষ কর্মীদের ক্ষেত্রে ব্যয় হয় সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকা। সোমবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘সরকার সম্প্রতি ১৬টি দেশের অভিবাসন ব্যয় পুনঃনির্ধারণ করেছে। দেশ ও পেশাভেদে বিভিন্ন দেশে গমনকারী কর্মীর অভিবাসন ব্যয় ভিন্ন ভিন্ন হয়ে থাক। সৌদি আরবে শূন্য অভিবাসন ব্যয়ে মহিলা কর্মী পাঠানোর পাশাপাশি পুরুষ কর্মীদের জন্য সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকা এবং সিঙ্গাপুরে সর্বোচ্চ ২ লাখ ৬২ হাজার ২৭০ টাকা অভিবাসন ব্যয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হয়ে থাকে।’
মন্ত্রী জানান, সরকারের পুনঃনির্ধারিত অভিবাসন ব্যয় অনুযায়ী মালয়েশিয়া যেতে ১ লাখ ৬০ হাজার, লিবিয়া ১ লাখ ৪৫ হাজার ৭৮০, বাহরাইন ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৭ হাজার ৭৮০, কুয়েত ১ লাখ ৬ হাজার ৭৮০ টাকা, ওমান ১ লাখ ৭৮০ টাকা, ইরাক ১ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতার ১ লাখ ৭৮০ টাকা, জর্ডান ১ লাখ ২ হাজার ৭৮০ টাকা, মিশর ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়া ১ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপ ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাই দারুস সালাম ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা এবং লেবানন যেতে ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা অভিবাসন ব্যয় হয়।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠায়। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ কর্মী বিদেশে গেছে। এটি রেকর্ড সৃষ্টি করেছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মতায় আসার পর ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশ গেছেন।

আজকের বাজার: ওএফ/ ১৫ জানুয়ারি ২০১৮