শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটিতে আজ ৩দিন ব্যাপী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় সকাল ১০টায় রাঙ্গামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে কারাতে প্রতিযোগিতার মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে ৩ দিন ব্যাপী যুব গেমসের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ-কমিটির আহবায়ক আশিষ কুমার চাকমা নব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমির সভাপতি ওয়াশিংটন চাকমা, জেলা কারাতে উপ-কমিটির সদস্য সচিব মোঃ আবু তৈয়ব, প্রতিভা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সচিব আব্দুল করিম লালু, জেলা কারাতে কোচ জসস্বী চাকমা ভূনক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বেনু দত্ত, সৈয়দ ইসমাইল হোসেন প্রমূখ।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে এবার রাঙ্গামাটিতে ফুটবল,কাবাডি,দাবা,এ্যথলেটিকস আন্তঃ উপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বাসসকে জানিয়েছেন আয়োজকবৃন্দ। আগামী ৪ জানুয়ারি রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান