শেখ কামাল যুব গেমস : গোপালগঞ্জে কাল শুরু আন্তঃউপজেলা

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে আগামীকাল শুরু হচ্ছে গোপালগঞ্জ পর্ব। জেলার ৩টি ভ্যেনুতে মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৪ শতাধিক প্রতিযোগি অংশ নেবে।

জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি, আরচারি, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নেবে। এ সব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিষয়ে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রাশেদুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন। আগামীকাল সকাল ১০টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান