স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে বিদায় করে সেমি ফাইনালে উঠে এসেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। রোববার টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়েও চকম দেখিয়েছে আরামবাগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিদায় করে ফাইনালের টিকিট কেটেছে দলটি। এদিন মারুফুল হকের দলের জয় ১-০ গোলের।
আরামবাগ জিতেছে শেষ মুহূর্তের গোলে। খেলা যখন প্রায় অমিমাংশিতভাবে শেষ হতে যাচ্ছিল তখন ৮৯ মিনিটে গোল করে বসেন আবারমবাগের মোঃ জুয়েল। আবাহনীর বিপক্ষেও গোল করেছিলেন তিনি। অধিনায়ক সুফেলের পাস থেকে গোলটি করেন জুয়েল।
স্বাধীনতা কাপ ফুটবল দিয়েই শেষ হবে ২০১৭-১৮ ফুটবল মৌসুম। মৌসুমের প্রথম টুর্নামেন্টেও ফাইনালে উঠেছিল আরামবাগ। অবশ্য হেরেছিল আবাহনীর বিপক্ষে।
আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮