শেখ হাসিনাকে আজারবাইজানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদুভ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বার্তায় আজারবাইজানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অভিন্ন আস্থা ও সমর্থনের ভিত্তিতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে থাকা সহযোগিতা দুদেশের জনগণের কল্যাণের জন্য যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও জোরদার ও গভীর হবে। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ