প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত দ্বি-ভাষিক কবিতার বই ‘পিস অ্যান্ড হারমোনি’ এবং বইটির ওপর নির্মিত ডকুমেন্টারি ভারতের কলকাতার একটি নাট্য উৎসবে প্রদর্শিত হবে।
একই সাথে উৎসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রযোজনা মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘জেরা’ মঞ্চস্থ হবে।
আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য ‘কথামুখ নাট্য উৎসব-২০১৮’তে এ সব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রচিত বইটি উৎসবে প্রদশর্নী করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ব বিভাগ।
‘জেরা’ নাটকের নির্দেশক এবং জাহাঙ্গীরনগর বিশ্¦বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান অর্ক আজ বাসসকে এ সব তথ্য জানান। তিনি জানান, কলকাতার কথামুখ নাট্য উৎসবে জাবি নাটক ও নাট্যতত্ব বিভাগের নাটক ‘জেরা’ প্রদর্শনের জন্য আমন্ত্রণ পায়। এই উৎসবে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত বই ‘পিস অ্যান্ড হারমোনি’ এবং বইটি নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই বইয়ের সংকলক ও অনুবাদক আনিস মাহমুদও তাদের দলটির সাথে কলকাতার উৎসবে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত ‘পিস অ্যান্ড হারমোনি’ গ্রন্থটিতে দেশের খ্যাতিমান ও তরুণ ৭১ জন কবির কবিতা রয়েছে। বইটি বাংলা এবং ইংরেজি ভাষার সংকলক ও অনুবাদক হচ্ছেন আনিস মাহমুদ।
অধ্যাপক অর্ক জানান, ‘জেরা’ নাটকটি মুক্তিযুদ্ধের সময়কার ১৫ থেকে ১৬ ডিসেম্বর বিজয় মুহূর্ত পর্যন্ত ঘটনাবলী নিয়ে রচিত। দেশে ইতোমধ্যে নাটকটির দশটি প্রদর্শনী হয়েছে। কলকাতার কথামুখ নাট্য উৎসবে নাটকটির ১১তম মঞ্চায়ন হবে। এ ছাড়া কলকাতার ‘রঙ্গযাত্রা’ আয়োজিত ‘৬ষ্ঠ জাতীয় থিয়েটার উৎসব-রঙ্গযাত্রা’য় নাটকটির ১২তম প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে।
উৎসবে যোগদানের জন্য জাবি নাটক ও নাট্যতত্ব বিভাগের দশ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দলটির নেতৃত্ব দেবেন চৌধুরী রুবায়েৎ আহমেদ।