প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজি’র প্রধানমন্ত্রী জেভি বাইনিমারামা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্যে তিনি তাকে এই অভিনন্দন জানান। এই বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আজ এক অভিনন্দন বার্তায় বাইনিমারামা বলেন, ‘৩শ’ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ২৮৮ আসনের এই বিশাল জয় দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনার নেতৃত্ব ও সক্ষমতার প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন।’
তিনি বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে ২০০৩ সাল থেকেই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডে উভয়দেশের মধেই সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।
ফিজি’র প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি এই বন্ধুত্ব জোরদার ও উভয়দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী।
বাইনিমারামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরের শাসনকালের সব ধরণের সাফল্য কামনা করেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ