স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন ১১ জুন। ২০০৮ সালের এই দিনে প্রায় ১১ মাস কারাভোগের পর দেশের আপামর জনতার অব্যাহত দাবির মুখে কারামুক্ত হন বর্তমান সফলতম প্রধানমন্ত্রী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজকের এই দিনে ফের গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে লাল-সবুজের বাংলাদেশ।
২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। ২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
কারাবন্দি থাকাকালীন সময়ে কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগসহ এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো সারাদিন নানা কর্মসূচির আয়োজন করেছে।
আজকের বাজার/এমএইচ