প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডার জুম বাংলাদেশ স্কুলের সামনে বৃহস্পতিবার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে জোটের সহ সভাপতি অভিনেত্রী অরুণা বিশ্বাস, জোটনেত্রী নাট্যশিল্পী তানভীন সুইটি, চিত্রনায়িকা শাহনুরসহ আরও অনেকে বক্তব্য দেন।
অরুণা বিশ্বাস বলেন, জননেত্রী শেখ হাসিনাই হচ্ছেন বাঙালি জাতির বাতিঘর। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান