শেখ হাসিনার বিরল ছবি

সাল ১৯৭৪। সে সময় নাটোরের উত্তরা গণভবনে বেড়াতে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। উপরের ছবিটি সে সময় তোলা।

শেখ হাসিনার কিশোরী বয়সের কয়েকটি ছবি এর আগে ফেসবুকে ও গণমাধ্যমে দেখা গেলেও এ ছবিটি আগে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। ৩১ মার্চ শনিবার প্রধানমন্ত্রীর এ বিরল ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ জানান, শনিবার গণভবনে ছবিটি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। প্রধানমন্ত্রী তখন জানান, ১৯৭৪ সালে উত্তরা গণভবনে বেড়াতে গিয়ে ছবিটি তোলা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, বরাবরই সাধারণে অসাধারণ আমাদের নেত্রী, আমাদের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এস/