জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশে কোন কাঁচা রাস্তা থাকবেনা।
শনিবার সকালে পাঁচবিবি উপজেলা শহরের রেলগেট হতে তিন মাথা মোড় পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাস্তাটি নির্মাণে ব্যয় হবে ২ কোটি টাকা।
সমাবেশের সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী ওয়ালিউরল্লাহ শেখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, উপজেলা রিকসা ভ্যান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল প্রমুখ।