ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সারা বিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন।
পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আলম ভুঁইয়ার মাধ্যমে পেলে প্রধানমন্ত্রীর কাছে চিঠি এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানেই তিনি তার ফুটবল টুর্নামেন্টের বিশেষ বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
টুর্নামেন্টটির নাম ভাবা হয়েছে ‘পেলে আর্থ কাপ’। বৈশ্বিক এই টুর্নামেন্টের বিষয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি।
৭৮ বছর বয়সী ফুটবল যাদুকর সে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছেন সেখানে তিনি সারাবিশ্বের ফুটবলারপ্রেমীদের সম্পৃক্ত করতে চাচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবলের স্পিরিটকে কাজে লাগানোই তার লক্ষ্য বলে জানানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ