বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুরে ওই নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরে প্রধানমন্ত্রী হোটেল সাংরিলায় বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি বিমানের দুর্ঘটনার পর সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেই দেশে ফিরে আসছেন। বিমান দুর্ঘটনার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। তিনি আরো বলেন, প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তার সবটুকুই করবে। নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আজকেরবাজার/এস