প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। তারা আগামী তিন বছর ক্ষমতাসীন দলটির নেতৃত্ব দেবেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ৭৯ সাংগঠনিক জেলার প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর এই অধিবেশনে যোগ দেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের নতুন নেতৃত্ব নির্বাচিত করে।
শুক্রবার বিকালে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন ২০১৯ শুরু হয়। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ