শুরু হলো ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।
রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি মিলনায়তনে আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান ফেডারেশনের সভাপতি ও মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিজ শরাফত, ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী।
টুর্নামেন্টে সর্বমোট ৭৪জন দাবাড়– অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৯ জন বাংলাদেশের। ১৫টি দেশ থেকে অংশ নিবে বাকী ২৫জন দাবাড়–। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।
অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৬ হাজার মার্কিন ডলার।
এবারের আসরে সর্বমোট ১৭জন গ্র্যান্ডমাস্টার অংশ নিচ্ছেন। এরা হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী, গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন, গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ, গ্র্যান্ডমাস্টার এস এল নারায়ানান, গ্র্যান্ডমাস্টার আল লক্ষ্মন, গ্র্যান্ডমাস্টার হিমাংশু শর্মা ও গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ, ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগুইন এনগোক ট্রুং, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার সার্কি ভোলকভ, ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগোরাটো সুশান্ত, ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার এন্টানিও রোজেলিও ও গ্র্যান্ডমাস্টার জন পল গোমেজ, ইরানের গ্র্যান্ডমাস্টার এম আমিন তাবতাবেই এবং সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামায়োর বুয়েনভেনচুরা।
এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজুদ্দিন ও আন্তর্জাতিক মাস্টার আবুসুফিয়ান সাকি,ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার প্রিয়মোরো নভেন্দ্র, ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইশাহ শেখ, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ, মহিলা আন্তর্জাতিক মাস্টার সারমিন সুলতানা শিরিন, ফিদে মাস্টার মোহাম্মদ তাইবুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ, ফিদে মাস্টার সুব্রত বিশ^াস, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ আবদুল মালেক ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ অংশ নিচ্ছে এই অনলাইন প্রতিযোগিতায়।
আগামী ২৭ সেপ্টেম্বর হোটেল লা মেরিডিয়ানে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খালিফা আল নাহিয়ান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ।