শেখ হাসিনা-রেহানা-সায়মার কোন ফেসবুক আইডি নেই

শেখ হাসিনা, শেখ রেহানা, সায়মা হোসেন ওয়াজেদ, সজীব ওয়াজেদ জয়, ফেসবুক, টুইটার, Sheikh Hasina, Sheikh Rehana, Saima Wazed, Sajeeb Wazed, Facebook, Twitter, rtvonline

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং কন্যা সায়মা হোসেন ওয়াজেদের কোনও অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই।

শনিবার (১৮ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ (www.facebook.com/sajeeb.a.wazed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি(www.twitter.com/sajeebwazed) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে। এগুলো তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

আরও বলা হয়- শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা হোসেন ওয়াজেদের নামে যেসব আইডি বা পেইজ আছে, তাতে তাদের কোনও অনুমোদন নেই। মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যে সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি ফেসবুক আইডি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে কর্তৃপক্ষ।

এই ধরনের অননুমোদিত আইডি বা পেইজ থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কোনও সদস্য যদি আইডি বা পেইজ খোলে, তবে তা গণমাধ্যমে জানানো হবে।

আজকের বাজার/এমএইচ