কৌশলগত বিনিয়োগকারী

শেনজেন-সাংহাইকেই অনুমোদন দিল ডিএসই

কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের দুই প্রতিষ্ঠান শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা।

সোমবার রাজধানীর একটি হোটেলে ডিএসই’র ৮ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এ অনুমোদন দেয়া হয়।

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাকে ডিএসই’র ইতিহাসে অত্যন্ত তাৎর্পযর্পূণ উল্লেখ্য করা হয়।

সভাপতির বক্তৃতায় ড. আবুল হাশম বলেন, বিশ্বের খ্যাতনামা দুইটি স্টক এক্সচঞ্জে শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম থেকে ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হওয়ার প্রস্তাব ডিএসইর পরিচালনা র্পষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস পরিশ্রম ও র্দীঘ র্কমযজ্ঞরে ফসল।

ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম এর নিকট ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্লকড একাউন্টে রক্ষিত ২৫ শতাংশ বা ৪৫০,৯৪৪,১২৫ টি সাধারণ শেয়ার বিক্রয়ের চুক্তি এবং সেই সাথে প্রযুক্তিগত ও আর্থিক প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহিত হয়।

রাসেল/