ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ উদ্যোগে আর ঢাকা হাব অব গ্লোবাল শেপারস কমিউনিটির আয়োজনে শুরু হলো 'শেপ সাউথ এশিয়া ২০১৮'।
রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ।
সম্মেলনে ছয়টি মহাদেশের ৩০টি দেশের প্রায় এক'শ তরুণ নেতা আঞ্চলিক সম্পর্কের সমন্বয় তরান্বিত করার অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ওপর আলোকপাত করে দক্ষিণ এশিয়া অঞ্চলের নানা সুযোগ ও প্রতিকূলতা নিয়ে সম্মেলনে জোর দেয়া হবে।
স্পিকার শিরীন শারমীন চৌধুরী বলেন, তরুণরা যেভাবে দেশকে উপস্থাপন করছে, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূতি উজ্জ্বল হচ্ছে।
আজকের বাজার/আরজেড