শেরপুর-ঝিনাইগাতি মহাসড়কে বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে রোববার সকাল ৯টার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরো ১ জনকে মৃত ঘোষণা করেন। এনিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান, মৃতরা, চাদগাঁও তিনঘরিয়া এলাকার তাহের আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (২৫), বন্ধধারা এলাকার ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী(২৫), নলজুড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০)। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা যায়,নিহতদের ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা জানান,ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান