জেলায় চলতি মৌসুমের আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের রজনীগন্ধা মিলনায়তনে ভার্চুয়ালি প্লাটফর্মে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাসসহ জেলা প্রশাসনের ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্র্র্র্রক এস এম তাহসিনুল হক জানান, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে ৩০ টাকা কেজি দরে ৩২৩ টন ধান এবং ৪৪ টাকা দরে ৭ হাজার ৯৮ কেজি চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর অ্যাপের মাধ্যমে এবার ধান ক্রয়ের আবেদন করেছে ৩২৭ কৃষক। তবে জেলায় অ্যাপ ব্যবহারকারী কৃষকের নিবন্ধন করা হয়েছে ২২ হাজার ৫৩৯ জনের।
জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৯৯৮ টন। (বাসস)