শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন নির্বাচন আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে, একে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ ১০ নভেম্বর বুধবার সকাল থেকেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের অধীনে গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়। কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে শুধু ব্যালটপেপার ভোটের দিন বৃহস্পতিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে শুধুমাত্র সেসব কেন্দ্রে যেখানে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ১১টি ইউনিয়নে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৪ ইউনিয়নেই ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৩৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৯৬ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি ইউনিয়নে মোট ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫০টি কেন্দ্রে ৭৩৪টি ভোট কক্ষ থাকবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জানান, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র্যাব ও প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের টিমও মাঠে থাকবে। কোন কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রীতেশ কর্মকার, শেরপুর