জেলার নকলায় ব্যাটারিচালীত ইজি বাইকের ধাক্কায় ফাতেমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, রোবাবার রাতে উপজেলার গড়েরগাঁও মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃৃত ওহেদ আলীর স্ত্রী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদির আজ জানান, গতকাল রাত ৯টার দিকে ইজিবাইকের ধাক্কায় আহত ফাতেমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইজিবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। আইনি কার্যক্রম চলছে । (বাসস)