শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় আজ বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শীত মৌসুমের জন্য একহাজার চারশ’ কৃষকের মাঝে বিনামূল্যে ১৩টি জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সবজিবীজ বীতরণ ভার্চুয়াল জুম প্লাটফর্মে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার নিলুফার আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম।