শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য নির্মাণাধীন কালভার্টের খাদে ট্রাক উল্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। সেই সাথে ট্রাকের ১৩ গরুও মারা গেছে।
নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোরহাব আলী (৬০) ওই এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি কালভার্ট নির্মাণ কাজের পাহারাদার ছিলেন।
আহতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের শওকত আলীর ছেলে ট্রাকচালক মোখলেছ মিয়া (২৫) এবং একই এলাকার পাবদা কাঠালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গরু ব্যবসায়ী নবী হোসেন (৩২)। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, রাতে কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২ গরু নিয়ে আসা ট্রাকটি কালভার্টে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পাহারাদার ছোরহাব মিয়াকে চাপা দিয়ে গাড়িটি কালভার্টের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১৩ গরু ও পাহারাদার ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাকের দরজা কেটে চালক ও গরু ব্যবসায়ীকে উদ্ধার করেন। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি