শেরপুরে সদর উপজেলায় বড় বোনের সাথে তার মাদরাসায় দেখতে করতে গিয়ে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নন্দির বাজার এলাকার রমিজিয়া নূরানী মাদরাসায় মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। মৃত মৌসুমী আক্তার (৬) পার্শ্ববর্তী নন্দিরজোত এলাকার মানিক মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া বড় বোন মিমের সাথে দেখা করার জন্য নন্দির বাজার রমিজিয়া নুরানী মাদরাসায় যায় শিশু মৌসুমী। মিমের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলে মৌসুমীকে মাদরাসার অফিস কক্ষে বসিয়ে রাখে। কিন্তু কোন এক ফাঁকে সবার অজান্তে মৌসুমী কক্ষ থেকে বের হয়ে পাশের ডোবার দিকে যায় এবং পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা যায়। খোঁজাখুজির একপর্যায়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান