শেরপুরের শ্রীবরদী উপজেলাতে পুকুরের পানিতে ডুবে জিমিয়া(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২ এপ্রিল) বিকেলে শ্রীবরদী উপজেলার ভটপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।
সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খেলা করছিল জিমিয়া। এসময় বাড়ির সবার অগোচরে খেলার ছলে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন জিমিয়াকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে মৃত অবস্থার জিমিয়ার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পানি থেকে উদ্ধার করলেও জিমিয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রীতেশ কর্মকার, শেরপুর