শেরপুরে পিকআপ-ইজিবাইক সংর্ষষে ২ জন নিহত এবং আরো ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মে) সকালে শহরের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম খোকা মিয়া (৫৫) ও বাবর আলী (৩৫)। নিহত খোকা মিয়া কান্দাপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং বাবর আলী সদর উপজেলার তাতালপুর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন আব্দুর রাজ্জাক (৫৫), আলতাব হোসেন (৩৫), নগর আলী (৪০) ও আনোয়ারা বেগম (৬৫)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুরগী ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। ওই সময় পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেই রাস্তা ধরে হেটে যাওয়া কৃষিশ্রমিক বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খোকা মিয়া মারা যায়।
আজকের বাজার/একেএ