শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার নকলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার দুপুর ১২টার দিকে গৌড়দ্বার ইউনিয়নের রানীগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাইদ হাসান (২) ওই গ্রামের রজিব মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উঠোনে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে শিশু আকাইদ বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পাশের বাড়ির অন্য আরেকটি শিশু এ ঘটনা দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন গিয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাঈদকে মৃত ঘোষণা করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি অবগত হয়েছি। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।