শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩১ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার গিলাগাছা গ্রামে মাদ্রাসা কমিটি নিয়ে দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনি খুন হন।
নিহতের নাম আব্দুল আওয়াল (৫৫)। আব্দুল আওয়াল ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি এবতেদায়ী মাদ্রাসার সভাপতি ছিলেন একই গ্রামের মো. মোজাফফর আলী। আব্দুল আওয়াল নানা কারসাজির মাধ্যমে মোজাফফর আলীকে কমিটি থেকে বাদ দিয়ে নিজে সভাপতি হন। এ নিয়ে গত ২৯মে মঙ্গলবার মোজাফফর আলীর ছেলে বিল্লাল হোসেন গংদের সঙ্গে আব্দুল আওয়ালের এক সংঘর্ষ বাঁধে।
এতে এক পর্যায়ে আব্দুল আওয়াল গুরুতরভাবে আহত হন। আহত আব্দুল আওয়ালকে প্রথমে শেরপুর সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সাথে এ নিয়ে কথা হলে তিনি বিষয়টি জেনেছেন বলে জানান।
আজকের বাজার/একেএ