শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ছবি : ইন্টারনেট

শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন ওরফে ফকির (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উপজেলার বলাইরচর গ্রামের সজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৯ জুন) রাতে  এ ঘটনা ঘটে। বুধবার (২০ জুন) দুপুরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডার রাজীব কুমার দে বলেন, মঙ্গলবার রাতে আমাদের একটি দল মাদকবিরোধী অভিযানে শেরপুর সদরের চুনিয়ার চর এলাকায় যায়। তখন মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ২ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে সে সময় কোনো হতাহতের সংবাদ জানা যায়নি। বুধবার সকালে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের কথা জানা গেছে।

শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আল-আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আল-আমিন এলাকায় মাদক কারবারি বলে পরিচিত ছিল।

রাসেল/