শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে ইউনিয়নের সীমান্তবর্তী গুরুচরণ দুধনই গ্রাম থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের একটি মাঠে কয়েকজন এলাকাবাসী একটি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের তাওয়াকুচা বিটের কর্মকর্তারা হাতিটির মরদেহ উদ্ধার করেন।
বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, মৃত হাতিটির বয়স ১২ থেকে ১৫ বছর হবে। তবে এটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে। কীভাবে বন্যহাতিটি মারা গেছে তার সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
আজকের বাজার/একেএ