শেরপুরে বন্য হাতির মৃত্যু

Sherpur

শেরপুরের ঝিনাইগাতীতে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ আগস্ট) দুপুরে ময়নাতদন্ত শেষে হাতির মৃতদেহটি মাটি চাপা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার গজনী ফরেস্ট বিট এলাকার গজনী সীমান্তে এই হাতির মৃতদেহের সন্ধান পায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

পরে আজ বুধবার মৃতদেহটি মাটি চাপা দেওয়া হয়। এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা দেওয়ান আব্দুল হাই আজাদ, এএসপি নাসরিন, এস আই খোকন চন্দ্র দেসহ বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন পলাশ ক্রান্তি দত্ত জানান, গত প্রায় এক সপ্তাহ পূর্বে হাতিটির মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে তিনি বলেন, এটা স্বাভাবিক মৃত্যু। চলাফেরা করতে গিয়ে দলছুট হয়ে ও পাহাড় থেকে ছিটকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।

আজকের বাজার/একেএ