শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে একটি বাড়ির উঠান থেকে ৭৩টি গোখরা সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ মে) পর্যন্ত গত চার দিনে ইউনিয়নের কামারদহ গ্রামের তৈয়ব উদ্দীনের বাড়ি থেকে ওই সাপের বাচ্চাসহ ডিমগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, তৈয়ব উদ্দীনের বাড়িতে ইব্রাহিম মিয়ার বসতঘরের উঠানে বাঁশের মাচার নিচে খড়ের মধ্যে কিছু নড়তে দেখা যায়। পরে ইব্রাহিম মিয়াসহ স্থানীয় যুবকরা খড় সরিয়ে কয়েকটি সাপের ডিম ও বাচ্চা দেখতে পান। এর পর পাশের একটি গর্ত থেকে বুধবার (১৬ মে) ৫৬টি সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করে স্থানীয়রা।
পরদিন বৃহস্পতিবার (১৭ মে) ওই জায়গার আশপাশ থেকে আটটি সাপের বাচ্চা ও শুক্রবার ও শনিবার আরও নয়টি গোখরা উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপের বাচ্চাগুলোকে মেরে পুঁতে রাখা হয়। এখনো কোনো বড় সাপ উদ্ধার করা যায়নি।
ইব্রাহিম মিয়া বলেন, গত চার দিনে ৭৩টি সাপের বাচ্চা ও ৫০টি ডিম উদ্ধার করা হয়েছে। আমরা খুব আতঙ্কে আছি।
আজকের বাজার/একেএ