শেরপুরে বিদেশি অস্ত্রসহ আটক ২

Sherpur

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী এলাকা থেকে একটি বিদেশি অস্ত্রসহ দুই গারো ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

তারা হলেন- ওই এলাকার অনুকুল সাংমার ছেলে কুইন মারাক (৩০) ও প্রবীণ মারাকের ছেলে নিকি সাংমা (৩২)।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও ঝিনাইগাতি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুই গারো ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।