শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ২০ অক্টোবর বুধবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জেরিন আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যুবরণ করেছে।
গৃহবধু জেরিন আক্তার শ্রীবরদী উপজেলার মাটিয়কুড়া গ্রামের আশকর আলীর স্ত্রী ও বটতলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেরিন আক্তার স্বামীর বাড়িতে বুধবার সকালে অটোরিকশা ব্যাটারীর চার্জার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে জেরিন আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল হাসিম মুঠোফোনে বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রীতেশ কর্মকার,শেরপুর