শেরপুরে ব্র্যাকের পক্ষ থেকে ৬০ হাজার মাস্ক হস্তান্তর

জেলা প্রশাসকের নিকট ব্র্যাকের পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ এর কাছে ৬০ হাজার মাস্ক হস্তান্তর করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিস্কী।

মাস্ক হস্তান্তরকালে স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, ব্র্যাক ডেপুটি ম্যানেজার এইচআর মো. আবু বক্কর খান, জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি রোমেনা আফরোজ উপস্থিত ছিলেন।

ব্র্যাক যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্রান্ডস ইনক’ ৫ কোটি ৬০ লক্ষ পরিবেশ বান্ধব মাস্ক সারা দেশে ব্র্যাক সংস্থার মাধ্যমে বিতরণ শুরু করেছে। শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে জেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মাঝে ওইসব মাস্ক বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ব্র্যাকের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৬০ হাজার মাস্ক হস্তান্তরের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের মাধ্যমে এ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্র্যাক কর্তৃপক্ষ।

রীতেশ কর্মকার, শেরপুর