শেরপুর সদর উপজেলার তারাকান্দি শিমুলতলি এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তাড়াকান্দি এলাকার গফুর শেখের ছেলে জাফর মিয়া(৪৫)ও শহীদুল ইসলামের স্ত্রী খুকী বেগম ওরফে পেচি(৩৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত)মো.মনিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস শেরপুরের দিকে যাচ্ছিল। পথে তারাকান্দি শিমুলতলি পৌঁছে মাইক্রোবাসটি রাস্তা পার হওয়ার সময় খুকীকে চাপা দেয়। এ সময় পথচারী জাফর মিয়া রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোবাসটিকে থামতে চাইলে তাকেও চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনই নিহত হন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান