শেরপুরের একটি নার্সিং হোমে মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে।
শনিবার (৭ জুলাই) শেরপুর শহরের মাধবপুরে ফ্যামেলি নার্সিং হোমে এ শিশুর জন্ম হয়।
পৌর শহরের চাপাতলী এলাকার রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম এই মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম দেন। যমজ শিশু দুটি ও তাদের মা সুস্থ রয়েছেন। নবজাতকরা জন্মের পর থেকে তাদের মায়ের বুকের দুধ পান করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি ওই মাথা জোড়া লাগা যমজ নবজাতককে ভূমিষ্ঠ করান।
ফ্যামিলি নার্সিং হোমের স্বত্বাধিকারী ডাক্তার এম এ বারেক তোতা জানান, এটা ব্যতিক্রমধর্মী একটা অপারেশন। দুটো বাচ্চার মাথা একসঙ্গে জোড়া লাগা। এটা জটিল একটা অবস্থা। প্রসূতি মা সুস্থ হয়ে উঠলেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হবে।
আজকের বাজার/আরআইএস