শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের এক মাকে নেশার টাকা না পেয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তের নাম আবু বক্কর (৩২)। আবু বক্কর একই গ্রামের কৃষক শাহা আলীর ছেলে। রায় ঘোষণার সময় আবু বক্কর আদালতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট অরুণ কুমার সিংহ রায় জানান, শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের আবু বক্কর নেশার টাকার জন্য প্রায়ই মা বানেছা খাতুনকে (৫৫) নির্যাতনসহ ভয়-ভীতি দেখাত।
২০১৬ সালের ৫ জুন দুপুরে নেশার টাকা দাবি করে না পেয়ে আবু বক্কর বসতবাড়ির উঠানে নিজের একটি পুরাতন মোটরসাইকেল ভাঙতে থাকলে মা বানেছা তাতে বাঁধা দেয়। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে মা বানেছার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরপরই আবু বক্কর পালিয়ে যায়। ওই দিনই আবু বক্করের ছোটভাই ওমর আলী বাদী হয়ে আবু বক্করকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরদিন পুলিশ আবু বক্করকে গ্রেফতার করে এবং তিনি আদালতে মাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আজকের বাজার/একেএ