শেরপুরে মুজিববর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রৌহা ইউনিয়ন দল। ১০ অক্টোবর রোববার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রৌহা ইউনিয়ন দল টাইব্রেকারে ৪-২ গোলে পাকুড়িয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ২-২ গোলে অমিমাংসিত ছিলো। ফাইনাল খেলায় উভয় দলেই ঢাকা প্রিমিয়ার লীগ ও প্রথম বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। শেরপুরের ইতিহাসে সর্বাধিক সংখ্যক প্রায় ৪০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।কোন দল গোল না করতে পারায় খেলাটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। শিরোপা নির্ধারনী টাইব্রেকারের প্রথম ৪ শটে রৌহার চারজন গোল করলেও পাকুড়িয়ার দু’টি শট রৌহার গোলকিপার সুজন প্রতিহত করলে তার দল জয়োল্লাসে মেতে ওঠে। টাইব্রেকারের দুই গোল রুখে দিয়ে রৌহার গোলকিপার সুজন ‘ম্যান অব ফি ফাইনাল’ পুরষ্কার লাভ করেন।
এছাড়া পাকুড়িয়া দলের মিডফিল্ডার ফেরদৌস টুর্নামেন্টে ৩ গোলের পাশাপাশি অনবদ্য নৈপুন্য প্রদর্শন করায় টুনামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন।খেলা শেষে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি বিজয়ী ও বিজিত দলের মাঝে স্বর্ণ নির্মিত ট্রফি বিতরণ করেন। এসময় পূর্ব ঘোষণা অনুযায়ী হুইপ আতিক এমপি চ্যাম্পিয়ন দলকে দেড়লাখ টাকা এবং রানারআপ দলকে এক লাখ টাকা প্রাইজমানি পুরষ্কার প্রদান করেন। খেলা শুরুর আগে আন্ধারিয়া-সুতিরপাড় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির গুচ্ছগ্রামে বসবাসকারি হিজড়াদের অংশগ্রহণে এক মিনি কনসার্ট অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণকালে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও বিদায়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল-মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, জেলা পুনাকের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আবেদীন হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ সাদুজ্জামান সাদী, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, ডিএসএ দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, ডিএসএ, ডিএফএ ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এবং বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি