আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ গান গেয়ে আলোক প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয় আজ রাত সাতটায় শেরপুর নিউমার্কেটের মুক্তিযুদ্ধ জাদুঘর শহীদ মোস্তফা পাঠাগারের প্রাঙ্গণের তৃতীয় তলায়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর আলোক প্রজ্জ্বলন করে এবং শিশুদের কবিতা আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ সুধাময় দাস, ডিন, বাংলা বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রদান করেন যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিম বাদল, বিপ্লবী রবি নিয়োগী সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ, জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি সোলায়মান হোসেন, অঞ্জলি আবৃতি নিকেতন এর সভাপতি আবৃত্তিকার শ্যামলী মালাকার, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর এর সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বেগম, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা জুথী, উদীচী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক, রীতেশ কর্মকার, মুক্তিযুদ্ধ জাদুঘর শহীদ মোস্তফা পাঠাগার এর পরিচালক, মোশাররফ হোসেন তালুকদার, উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি, অধ্যাপক সারওয়ার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড শেরপুর এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ।
রীতেশ কর্মকার, শেরপুর