শেরপুরে এইচ এস সি পরীক্ষার্থীদের ভেতর ফাইজারের টিকা প্রদান করা হয়। ১৮ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে মডেল গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মোমিনুর রশীদ ।
তিনি বলেন, সরকার করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে এবং সরকারের এমন পদক্ষেপের জন্য দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় উপ-পরিচালক ও সিভিল সার্জন (ইনসিটু) জনাব ডা.একেএম.আনওয়ারুর রউফ মহোদয়, সদর পৌরসভার মেয়র জনাব মোঃ গোলাম কিবরিয়া লিটন মহোদয়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ এটিএম জিয়াউল হক,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মুক্তাদিরুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রেজুয়ান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজওয়ানুল হক।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জনাব নাজিমুল হক, শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ মোবারক হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডা.মোঃ আসমাউল ইসলাম ও ডা. মোঃ আকরাম হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ মেরাজ উদ্দিন।
রীতেশ কর্মকার, শেরপুর