শেরপুর শহরের কসবা এলাকার নিজবাড়ির উঠান থেকে বৃহস্পতিবার সকালে এক সেনাসদস্যের স্ত্রী রক্তাক্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহত সৌরভী বেগম (৩৫) দুই সন্তানের জননী ও সেনাসদস্য নাজিম উদ্দিনের স্ত্রী। নাজিম বর্তমানে সাউথ সুদানে মিশনে কর্মরত রয়েছেন।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার সূত্র জানায়, সপ্তাহখানেকের মধ্যে মিশনে থাকা সেনাসদস্য বাড়ি ফেরার কথা রয়েছে।